ইউটিউবে চ্যানেল খুলে নিঃস্ব এই নারী, ক্ষতি ৮ লাখ

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে চ্যানেল খুলে তাতে ভিডিও আপলোডের মাধ্যমে লাখ লাখ অর্থ আয় করছেন বর্তমান প্রজন্মের অনেকে। যা আজকাল মাঝে মাঝেই শোনা যায় বিভিন্ন ইউটিউবারদের মুখে। কিন্তু এবার ঘটল ব্যতিক্রম এক ঘটনা। ইউটিউবে চ্যানেল খুলে বরং আরও আট লাখ টাকা ক্ষতি হয়েছে। চ্যানেলটির ব্র্যান্ডিং করতে সব বিক্রি করে এখন নিঃস্ব হওয়ার অবস্থা তার। Read More...

See More: 🔥 নতুন বছরের উপহার! 🔥 সবাই পাবেন ৫০ জিবি ইন্টারনেট একদম ফ্রি ✅

তিন বছরে আট লাখ টাকা বিনিয়োগ করে বিনিময়ে কিছুই পাননি নলিনী। স্টুডিওর সরঞ্জাম এবং রান্না ঘরের সেটআট বিক্রির জন্য সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে একটি বিজ্ঞাপনও দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, আমি আমার ইউটিউব ক্যারিয়ারে সম্পূর্ণ ব্যর্থ। এ জন্য আমার রান্নাঘরের সব আনুষাঙ্গিক ও স্টুডিওর সরঞ্জাম বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। কেউ যদি কেনার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে জানাবেন আমাকে। তিনি বলেন, আমি যে চ্যানেলটি চালিয়েছি সেখানে তিন বছরে মাত্র ২ হাজার ৪৫০ জন সাবস্ক্রাইবার সংগ্রহ করতে পেরেছি। আমার ধারণা প্ল্যাটফর্মটি নির্দিষ্ট কিছু চ্যানেল ও নির্দিষ্ট ধরনের ভিডিওগুলো বেশি সাপোর্ট করে।


এদিকে ইউটিউবার নলিনীর পোস্টের মন্তব্যের ঘরে অনেকে হাল না ছাড়ার পরামর্শ দিয়েছেন তাকে। আরেকবার চেষ্টা চালিয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন অনেকে। তবে তাতে নারাজ তিনি। তার ভাষ্যমতে, তিন বছরে ২৫০টির বেশি ভিডিও তৈরি করেছেন। তাতে কোনো ফল পাননি। Read More...
.